রাসায়নিক ছাড়াই ঘর থেকে তেলাপোকা দূর করবেন যেভাবে
তেলাপোকা কেবল অস্বস্তিকর নয়, এটি টাইফয়েড, কলেরার মতো মারাত্মক রোগের জীবাণুও বহন করে। তেলাপোকা মারার জন্য যেসব স্প্রে বা রাসায়নিক বাজারে পাওয়া যায় তা অনেক সময় শিশু বা পোষা প্রাণীদের জন্য ক্ষতিকর হতে পারে। তবে জানলে অবাক হবেন, আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদানের মাধ্যমেই ঘরকে চিরতরে তেলাপোকা মুক্ত করা সম্ভব।
১. বেকিং সোডা ও চিনির মিশ্রণ
এটি তেলাপোকা তাড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি। সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি মিশিয়ে ঘরের কোণায়, আলমারির নিচে বা যেখানে আরশোলার উপদ্রব বেশি সেখানে ছিটিয়ে দিন। চিনির গন্ধে আরশোলা আকৃষ্ট হবে এবং বেকিং সোডা তাদের শরীরের ভেতরে গিয়ে তাদের ধ্বংস করবে।
২. বোরিক অ্যাসিড ও আটার মন্ড
বোরিক অ্যাসিড প্রাকৃতিক কীটনাশক হিসেবে পরিচিত। সামান্য আটা বা ময়দা, চিনি এবং বোরিক অ্যাসিড গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ছোট ছোট গোল্লা তৈরি করুন। এই গোল্লাগুলো রান্নাঘরের ড্রেন বা অন্ধকার কোণে রেখে দিন। মনে রাখবেন, এটি যেন শিশু বা পোষ্যদের হাতের নাগালে না থাকে।
৩. তেজপাতা ও লবঙ্গের গন্ধ
তেলাপোকা তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়ো করে ঘরের কোণে ছড়িয়ে দিলে এর গন্ধে তেলাপোকা ঘর ছাড়ে। এছাড়া যেখানে তেলাপোকার আনাগোনা বেশি, সেখানে লবঙ্গ রেখে দিতে পারেন। লবঙ্গের কড়া গন্ধ আরশোলা তাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।
৪. গোলমরিচ, পেঁয়াজ ও রসুনের স্প্রে
এক লিটার পানিতে একটি পেঁয়াজ বাটা, একটি রসুন বাটা এবং এক চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি কিছুক্ষণ রেখে ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরুন। এই পানি ঘরের কোণে বা তেলাপোকার বাসায় স্প্রে করলে তারা দ্রুত পালানোর পথ খুঁজবে।
৫. অ্যাসেনশিয়াল অয়েল (পিপারমিন্ট)
পিপারমিন্ট অয়েল বা পুদিনা তেলের গন্ধ তেলাপোকার জন্য অত্যন্ত বিষাক্ত। এক কাপ পানিতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে স্প্রে তৈরি করুন। এটি কেবল তেলাপোকা তাড়াবে না, আপনার ঘরকে সুগন্ধে ভরিয়ে তুলবে।
এসএম

