ফিল ইন দ্যা ব্লাঙ্ক এর মোড়ক উম্মোচন
তরুণ লেখক মনিরুল ইসলাম (রয়েল) এর নতুন বই সবার জন্য ফিল ইন দ্যা ব্লাঙ্ক এর মোড়ক উম্মোচন হয়েছে। গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উম্মোচন মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান।
এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড.এম এ সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যাপক রোকেয়া বেগম, আইনজীবী আবু নাসের হোসাইন সরকার, বইটির প্রকাশক সোলায়মান শিপনসহ দেশের একঝাঁক গুণী লেখক ও কবি-সাহিত্যিক।
সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় সৃজনশীল আঙ্গিকে বইটি রচিত বলে মতামত পোষণ করেন দেশবরেণ্য লেখকসহ বিশিষ্ট শিক্ষানুরাগীরা।
এমএএস