বাংলা আমার মায়ের ভাষা
অস্তিত্বে যত বিশ্বাস নিগূঢ় আবহে প্রোথিত
তার সমধিক বিশ্বাস আমার জন্মের প্রেরণায়
সেই বিশ্বাসে খুঁজে পাই আমি মায়ের মুখচ্ছবি, আর
তাঁর আদরের বুলি, বাংলার কথাকলি
মায়ের মতোই ভালোবাসি অজস্র আদুরে আলাপ
ছুঁয়ে যায় আনমনে তারা অনায়াসে প্রতিক্ষণে
এর চেয়ে কিছু বেশি কখনো বুঝতে চাইনি আর–
এই বাংলার পাখিরাও যেন বাংলায় গান গায়
বাতাসের টানে সাগর নদীও সুর তোলে বাংলায়
বাংলার মাটি লাঙলের ফলা বাংলা ফসল তোলে
সুর লহরীর প্রতিটি বিন্দু বাংলার কথা বলে
বৃষ্টিরা নামে শ্রাবণ ধারায় বাংলার পথ নেয়ে
বাংলায় খুঁজি মায়ের আঁচল জন্মের আশ্রয়ে।
কেউ কি তার জন্মের চেয়ে সত্য কিছু জানে?
এমন সত্য কী করে তারা চেয়েছিল লুকাতে!
আমার চির প্রার্থনায় লিখেছি তাদের নাম
সাহসী বুকের তাজা রক্তে আঘাত নিয়েছে যারা
যারা দিয়েছে জীবনের দানে মায়ের ভাষার মান
কুর্নিশে জানাই লাখো সালাম শিরাগ্র সম্মান।
রচনাকাল : ১৯ ফেব্রুয়ারি ২০২১
এইচকে