কলকাতায় পর্দা উঠল ৪৬তম আন্তর্জাতিক বইমেলার
কলকাতায় পর্দা উঠেছে ৪৬তম আন্তর্জাতিক বইমেলার। সোমবার (৩০ জানুয়ারি) প্রথা অনুযায়ী ঘণ্টা বাজিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এ সময় তিনি বলেন, শুধুমাত্র এরাজ্যেই নয়। আগামী দিনে দেশের রাজধানী দিল্লিতেও হবে বাংলা বইমেলা। যেখানে বিভিন্ন প্রকাশকদের সঙ্গে যোগ দেবে অন্যান্য দেশও। ব্যবস্থা আমরাই করব। এ বিষয়টি নিয়ে কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়কে দায়িত্ব নিতে বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। তাদের 'ফুলে ফুলে ঢলে ঢলে' গানটি ছিল উদ্বোধনী সঙ্গীত।
উদ্বোধনী দিন মুখ্যমন্ত্রীর ছয়টি নতুন বই প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে 'কবিতাবিতান'-এর ইংরেজি অনুবাদও। মমতা বলেন, 'কাজের ফাঁকে লেখালেখি করি। ১২৮টি বই এরইমধ্যে বেরিয়েছে।
বইমেলার তাৎপর্য বোঝাতে গিয়ে তিনি বলেন, বই হলো মানুষের জীবন। যা নতুন জিনিসকে জানতে বা আবিষ্কার করতে শেখায়। গোটা পৃথিবীকে বই এক করে তোলে। কলকাতার বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গেছে। এটা একটা আন্তর্জাতিক বইমেলা।
জেডএস