বইমেলায় জান্নাতুন নুর দিশার ‘পুরুষ সাবিত্রী’
অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে ‘নালন্দা প্রকাশনা’ থেকে প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক জান্নাতুন নুর দিশার দ্বিতীয় উপন্যাস ‘পুরুষ সাবিত্রী’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। শুভেচ্ছা মূল্য ৩২৫ টাকা। বইটি বইমেলার ৫ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।
"পুরুষ সাবিত্রী" একটি মনস্তাত্ত্বিক ঘরনার উপন্যাস। এই উপন্যাসের শুরুতে পাঠক দেখবেন খেয়া নামের একজন নারীকে, যিনি নিজের জন্য নপুংসক সঙ্গী খুঁজছেন। সেই খোঁজ করতে গিয়েই তিনি দারস্থ হবেন এমন একজন পুরুষের, নিজ স্ত্রী যাকে ছেড়ে গেছেন পুরুষত্বহীনতার অভিযোগে। তারপর ফরহাদ নামের সেই পুরুষটির জীবনের পরিব্যাপ্তির ভেতরে হাঁটবেন পাঠক, একাত্ম হবেন তার হাসিকান্নার আখ্যানে, যুক্ত হবেন এক ভিন্নমাত্রার গল্পের সফরে।
উপন্যাসে সাধারণত পাঠক নায়ক হিসেবে শৌর্যবীর্যে, মননে ও চিন্তায় সমুন্নত একজন পুরুষকে দেখতে অভ্যস্ত। কিন্তু জান্নাতুন নুর দিশা ভিন্ন আঙ্গিকে ভেবেছেন। তিনি ‘পুরুষ সাবিত্রী’ উপন্যাসে একজন ভগ্ন পুরুষকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে এসেছেন, তুলে আনতে চেয়েছেন পুরুষের প্রতি হওয়া সামাজিক কাঠামোগত অন্যায্যতা ও অবিচারের স্বরূপ।
জান্নাতুন নুর দিশা মূলত একজন কবি। সাম্প্রতিক সময়ে কবিতা দিয়ে তিনি পাঠকপ্রিয়তা পেয়েছেন৷ তবে কথাসাহিত্যেও তার ভালো দখল রয়েছে। রসায়ন নিয়ে পড়াশুনা শেষ করে তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতাকে। বর্তমানে তিনি কর্মরত রয়েছেন একটি সরকারি ইন্সটিটিউটে।
২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘নির্ভরযোগ্য গোপনীয়তা’। ২০২০ সালে প্রথম উপন্যাস “অনিকেত” এবং কবিতার দ্বিতীয় বই “অভিমান জংশন” প্রকাশিত হয়। ২০২১ সালে কবিতার বই “বিচূর্ণ বসন্তে” এবং ২০২২ সালে কবিতার বই “শতাব্দীর কোলাহলে” প্রকাশ পায়।