বইমেলায় সালমা জাহান সনিয়ার কাব্যগ্রন্থ 'সভ্যতার শেষ স্টেশন '

অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে 'প্রিয় বাংলা ' প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে লেখিকা সালমা জাহান সনিয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'সভ্যতার শেষ স্টেশন '।
বইটির প্রচ্ছদ করেছেন জান্নাতুল ফেরদৌস জিনিয়া। শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা। বইটি বইমেলার ৫৯৭,৫৯৮ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে।
পাঁচ ফর্মার এই বইটিতে রয়েছে ৬১ টি কবিতা।
তার গদ্যের ভাষা কবিতার মতন মিষ্টি, মোলায়েম। অক্ষরগুলো কথা বলে। শব্দ, বাক্য মানুষের ব্যথা টের পায়। গল্প লিখতে লিখতে সালমা জাহান সনিয়া একদিন কবিতার কাছে হাত পাতে।
ভেতরের কথা সব ছন্দে, গন্ধে ফুল হয়ে ফুটুক। কবিতার বাগানে কখনো হাস্নাহেনা, কখনো সন্ধ্যাবকুল ফোটায় সে৷ মুগ্ধ হয়ে তার লেখা পড়ি। লক্ষীপুরে জন্ম হলেও এখন ঢাকার কোলাহলে বেড়ে উঠতে উঠতে কবিতা বুনছে সে।
ইডেন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এই কবি হিসেব নিকেশে যেমন পটু তেমনি কবিতার অলিগলিও তার অচেনা নয় বোঝা যায়। 'তবুও আমার গায়ে লেপ্টে থাকা ঘ্রাণে, কতকাল খুঁজে দেখোনি আঁখিযুগল...।' কবিতায় তার এমন আকুতি বিষাদ জন্মায় মনে।
তার দুঃখ, কষ্ট, হাসি একসময়ে আমাদের হয়ে ওঠে৷ সময় যেতে যেতে অবাক হয়ে একসময়ে টের পাই কবি আমার, আমাদের মনের কথাই বলছেন। কবিরা মন পড়তে পারে?
সালমা জাহান সনিয়া'র প্রথম কাব্যগ্রন্থ "নোনাজলে চাঁদের হাসি" এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ "সভ্যতার শেষ স্টেশন " টিকে থাকুক পাঠকের মাঝে এক জীবন, আজীবন। কবিতার যে ট্রেন স্টেশন ছেড়েছে তা এক পৃথিবী ভালোবাসা নিয়ে গন্ত্যব্যে পৌঁছাক শীঘ্রই। শুভকামনা তার জন্য। লেখক জীবন আনন্দের হোক।