বইমেলার প্রবেশ মুখে দীর্ঘ লাইন দর্শনার্থীদের
অমর একুশে বইমেলায় প্রবেশ মুখে দীর্ঘ লাইন দেখা গেছে দর্শনার্থীদের। ছুটির দিনে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই মেলায় তাদের ভিড় দেখা যায়। দর্শনার্থীদের এমন ভিড়ই জানান দিচ্ছে প্রাণ ফিরেছে বইমেলায়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বইমেলা টিএসসি সংলগ্ন প্রবেশ মুখ দিয়ে প্রবেশের জন্য অপেক্ষারত লাইনটি শাহবাগ থানা ছাড়িয়ে গেছে।
এদিন দুপুরে থেকেই জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার ১৭তম দিনে অন্যান্য দিনের তুলনায় আজ বেশি ক্রেতারা আসছেন বলে জানিয়েছেন মেলার স্টলের বিক্রেতারা। সকাল থেকেই শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। সময়ের সাথে পাল্লা দিয়ে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন লেখক-প্রকাশকরা।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে শিশুদের আগমনে ফিরেছে বইমেলার উচ্ছ্বাস। প্রতিবছরের ন্যায় এবারও শিশুদের বই নিয়ে আলাদা করে রাখা হয়েছে 'শিশু চত্বর'।
মেলায় বই বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, আজ মেলায় জনসমাগম বেশ ভালোই দেখা যাচ্ছে। বইপ্রেমীরা আসছেন, বই দেখছেন। অনেকে আগ থেকেই বইয়ের নামসহ লেখকের নামের তালিকা নিয়ে আসছেন।
জানা গেছে, আজ ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা ১১টায়। যা চলবে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিন ছাড়াও প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলা।
এমএসআই/এফকে