গ্রন্থমেলায় ডা. বি এম আতিকুজ্জামানের ‘অরলান্ডোর চিঠি’
আমেরিকা প্রবাসী প্রথিতযশা চিকিৎসক ডা. বি এম আতিকুজ্জামান। তার প্রথম বই ‘অরলান্ডোর চিঠি’ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে মাতৃভাষা প্রকাশ। স্টল নম্বর ১৩৪, ১৩৫, ১৩৬।
ডা. বি এম আতিকুজ্জামান বলেন, আমি লিখতে ভালোবাসি। অধিকাংশ লেখায় আমার সংগ্রহে নেই। তবে কয়েক বছরে ‘অরলান্ডোর চিঠি’ নামের কলামে অনিয়মিতভাবে লিখেছি। আমার প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতার গল্প, ব্যক্তিগত আর পেশাগত জীবন যেখানে মিলেমিশে একাকার। তাই বইতে তুলে ধরেছি।
সাধারণ মানুষের যাপিত জীবনের প্রতি আমার প্রবল আগ্রহ। আর তাই আমার চারপাশের মানুষের জীবনের আপাত তুচ্ছ সুখ-দুঃখ, হাসি-কান্নার জলছবিগুলো কখনো সহজ, কখনো অস্থির, কখনো চিকিৎসক সুলভ নির্মোহভাবে আমার লেখায় এসেছে।
আমার বন্ধুরা মনে করে আমার লেখা অত্যন্ত মানবিক। অনেকেই আমাকে উৎসাহিত করেছেন লেখাগুলো বই আকারে প্রকাশ করতে। তাদের উৎসাহে বইটি আলোর মুখ দেখছে।