বইমেলায় ইসমত শিল্পীর ‘এক ফালি রোদ’
অমর ‘একুশে বইমেলা’২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি ইসমত শিল্পীর কবিতার বই 'এক ফালি রোদ'। ভিন্ন আঙ্গিকের কবিতার বই এটি।
ভালোবাসা, মানুষ , প্রকৃতি, বাজারব্যবস্থা, দৈনন্দিন জীবনের ঘটনাপ্রবাহে ভালোলাগার যে আকাঙ্ক্ষা ও উষ্ণতা, অনুভব সব মিলিয়ে জীবনের সাদাকালো ছবি উঠে এসেছে এই বইতে।
এক ফালি রোদ প্রসঙ্গে কবি ইসমত শিল্পী বলেন, এক ফালি রোদ একটি ভিন্ন আঙ্গিকের কবিতার বই। এক ফালি রোদ বলতে শুধু 'রোদ' নয়। জীবনের অনুষঙ্গ। এজন্য যে, কবিতাগুলো দুই দিনে লেখা, দুই ফর্মার সাদা কালো রঙের মলাটে। প্রকৃতির সঙ্গে মানুষ অথবা মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় যে সম্পর্ক সেটাই শেষ পর্যন্ত আমার লেখার মধ্যে ধরা পড়ে।
কবি ইসমত শিল্পী ১৯৭০ সালের ৭ এপ্রিল মেহেরপুর জেলার গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) এবং একই বিষয়ে স্নাতকোত্তর। বর্তমানে পেশায় আইনজীবী।
ছোটবেলা থেকে কবিতা লেখেন ইসমত শিল্পী। মেহেরপুরের সাপ্তাহিক পরিচয়ে ১৯৮৫ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৯০ এর স্বৈরাচার আন্দোলনের সময় সম্পাদনা করেছেন ‘দংশন’ পত্রিকাসহ একাধিক ছোটকাগজ।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- নীলকণ্ঠ নীল সরোবরে, অন্য কক্ষপথে, এবং ঈশ্বর, সত্যিকারের তুই চাই, একদিন জল হব, কর্পুরের ঘ্রাণ। এছাড়া বিকল্প ক্ষত, কুয়াশার দিনলিপি, কথাগুলো কথা হোক, মায়া ও মোহকাল, মুখ জুড়ে সমাহিত রোদ, আত্রেয়ীপাঠ, ধ্যান এবং অন্যান্য।
এমজে