বইমেলায় শাশ্বতী মাথিনের ‘নির্বাচিত ১০টি রবীন্দ্রসংগীতে বিরহ’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও রবীন্দ্র সংগীত শিল্পী শাশ্বতী মাথিনের ‘নির্বাচিত ১০টি রবীন্দ্রসংগীতে বিরহ’ বইটি। রবীন্দ্রনাথের বিরহের গানের ওপর ভিত্তি করে তৈরি এই বইটিতে কবি জীবনের বিরহ-বিচ্ছেদ, শোক, মৃত্যুভাবনা ও উত্তরণের পথের বিষয়গুলো উঠে এসেছে।
বইটি সম্পর্কে শাশ্বতী মাথিন বলেন, ‘রবীন্দ্রনাথের প্রেম, পূজা, প্রকৃতি ইত্যাদি পর্যায়ের গানগুলো নিয়ে অনেক আলোচনা হলেও তার গানের বিরহ-বিচ্ছেদের বিষয়টি নিয়ে তেমন কাজ হয়নি। আশা করছি রবীন্দ্র প্রেমীদের বইটি কাজে আসবে।’
বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশনী। এর মূল্য ১৮০ টাকা।
/এসএসএইচ/