বইমেলার শিশু চত্বরে চুরি
অমর একুশে বইমেলার শিশু চত্বরে বেশ কয়েকটি স্টলে চুরির ঘটনা ঘটেছে। যার ফলে, মেলার সার্বিক নিরাপত্তার নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বলছে- মেলার সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে পানি বিক্রি করে এমন দুই শিশু কয়েকটি স্টলে ঢুকে খাবার চুরি করেছে।
পুলিশ আরও জানায়, দেশে মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে অংশ নিতে দেশে অনেক বিদেশি ভিআইপিরা আসছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মেলার দিকে নজর কিছুটা কম ছিলো। তবে এখন মেলায় নজরদারি বাড়ানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেলার শিশু চত্বরে শৈশব প্রকাশনী, শিশুরাজ্য, শিশু প্রকাশ, আদিগন্ত প্রকাশক, শীলা প্রকাশনাসহ ১০টির মতো স্টলে চুরি হয়েছে। অধিকাংশ স্টল থেকে খুচরা টাকা, শুকনো খাবার, টেবিল ফ্যান, মোবাইল চার্জার, বই, কাটার চুরি হয়েছে।
শৈশব প্রকাশনীর বিক্রয়কর্মী রুমানা আক্তার মুক্তা ঢাকা পোস্টকে বলেন, ক্যাশ থেকে এক হাজারের মতো খুচরা চুরি হয়েছে। এর বাইরে বিস্কুটের বক্স, ফোনের চার্জার চুরি হয়েছে। আর কিছু বইও চুরি হয়েছে। বিষয়টি আমরা তথ্য কেন্দ্রে জানিয়েছি।
শিলা প্রকাশনীর বিক্রয়কর্মী রোকেয়া জানান, স্টল থেকে ছোট দুটি ফ্যান, একটা মোবাইল চার্জার, কাগজ কাটার এবং খুচরা ছয় থেকে সাতশো টাকা চুরি হয়েছে। আর বই ছড়ানো-ছিটানো ছিলো। তাই বই কেমন চুরি হয়েছে বলা কঠিন।
আদিগন্তের প্রকাশনীর দরজা ও স্টল ঢাকার ছাউনি কাটা ছিলো উল্লেখ করে বিক্রিয়কর্মী ফারহান বলেন, বই এবং খাবার চুরি হয়েছে। স্টলের প্রবেশ দরজা ভাঙা ছিলো।
শিশু রাজ্যের বিক্রয়কর্মী মো. রাসেল বলেন, আমাদের স্টলে টাকা ছিলো না। কিন্তু বই এবং ব্যাগ চুরি হয়েছে।
মেলার শিশু চত্বরের পাশেই ঢাকা মেট্রো পলিটনের (ডিএমপি) পুলিশ বক্স। সেখানে কথা হয় শাহবাগ থানার অপারেশন ওসি কামরুজ্জামানের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, মেলায় পানি বিক্রি করে এমন দুইজন শিশু কয়েকটি স্টলে ঢুকে খাবার খেয়েছে, সিসিটিভি ফুটেজে সেটাই দেখতে পাচ্ছি। একজনকে ধরা হয়েছে, তার কাছে কিছুই পাওয়া যায়নি। আরেকজনকে ধরার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ঢাকায় ভিআইপিদের মুভমেন্ট থাকার কারণে এখানে নজর কিছুটা কম ছিলো। এখন থেকে মেলায় পুরোপুরি নজর দেওয়া হবে।
এএইচআর/এমএইচএস