বেরাইদ গণপাঠাগারে পাঁচ গুণী লেখককে সংবর্ধনা
পাঁচ গুণী লেখককে সংবর্ধনা দিয়েছে রাজধানীর বেরাইদ গণপাঠাগার। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির সহযোগিতায় ঢাকা উত্তর সিটির ৪২ নম্বর ওয়ার্ডে বেরাইদ গণপাঠাগার কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
পাঁচ গুণী লেখক হলেন- কবি ও সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, কথাসাহিত্যিক আয়েশা সিদ্দিকা শেলী, ভ্রমণ লেখক ইমদাদ হক ও কথাসাহিত্যিক সাজেদুল ইসলাম। সম্পাদক মুস্তাফিজ শফি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এ কে এম রহমতুল্লাহ কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, পৃষ্ঠপোষক গণপাঠাগারের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এবং সমন্বয়ক এমদাদুল হক।
অনুষ্ঠানে ‘চাই জোরালো গ্রন্থাগার আন্দোলন’ শীর্ষক কী-নোট পেপার পাঠ করেন গ্রন্থসুহৃদ এমদাদ হোসেন ভূঁইয়া।
সভায় বক্তারা বলের, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সোনার মানুষ চাই। সোনার মানুষ, স্মার্ট নাগরিক গড়তে হলে বইপড়া চাই। আর বই পড়তে হলে গ্রন্থাগারে যেতে হবে, জ্ঞানচর্চা করতে হবে। গ্রন্থাগার আমাদের ইতিহাস, গ্রন্থাগার আমাদের সভ্যতা, গ্রন্থাগার আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা। বই আত্মার বন্ধন। বেরাইদ গণপাঠাগার শুধু এই অঞ্চল নয়, একদিন আমাদের দেশকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। সবাই মিলে গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রযুক্তি যতই নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসুক, বইয়ের বিকল্প নেই।
ওএফ