ফরিদুল ইসলাম নির্জন-এর জীবনবিলাস
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস জীবনবিলাস। জীবনের স্মৃতিপটে কিছু অধ্যায় থাকে, যার পাঠ মুগ্ধতা ভোলা যায় না। স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে। তেমনি এক উপন্যাস জীবনবিলাস। জীবনবিলাস উপন্যাস প্রতিটি মানুষের হৃদয়ের ভেতর জাগিয়ে তুলবে। পাঠক পড়তে গিয়ে মনে হবে এইতো আমার জীবনের গল্প।
জীবনপাঠে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় পিতৃ-মাতৃহীন সন্তান হয়ে জন্ম নেওয়া। উপন্যাসের তেমনি এক চরিত্র রিমি। যার বেদনাদায়ক অধ্যায়কে সুখপাঠ্য করে তোলে দাদি, ফুপি ও অন্য স্বজনেরা। মা-বাবার স্নেহের ছায়ার পরশ হয়ে আগলে রাখে দাদি। কিশোরী বয়সে মনের অজান্তে সম্পর্ক গড়ায় সৌরভ নামে একজনের সঙ্গে। পরিবারের সবাই রাজি না হলেও, দাদির মধ্যস্ততায় তাদের সম্পর্কের মিলন ঘটায়। এক সময় ভালো চাকরি হয়, কন্যা আসে ঘরে। তার ভেতরেই নেমে আসে তাদের সংসারে বিশ্বাস আর ভরসার ঘাটতি, মান-অভিমান। ঠিক তখনি উপন্যাসের মোড় ঘুরে যায়। বাড়তে থাকে কাহিনির চিত্রপট। সৌরভের শহরে বন্ধুদের গ্রামে বেড়ানোর মাধ্যমে পুরো গ্রাম ব্যবস্থার বর্তমান অবস্থাকে তুলে ধরা হয়েছে।
দোকানে, বাড়িতে, ধানের চাতালে ওয়াইফাই কানেকশন, ইন্টারনেটের সহজলভ্যতার মাধ্যমে অনেক অশিক্ষিত মানুষ কনটেন্ট তৈরি করে অর্থ আয় করছে। সে সময়কার জনজীবন চলাচল, আবহমান বাংলা সংস্কৃতির সঙ্গে বর্তমান সময়ের ঘটনা প্রবাহকে দাদির গল্পের মাধ্যমে উপস্থাপন। প্রেম, বিরহ, গ্রামীণজীবন চলায়ন, পারিবারিক বন্ধন, সামজিক জীবনব্যবস্থা, মিলন, বিচ্ছেদ, প্রেরণা, উপহাস, সবমিলিয়ে আছে জীবনবিলাস!
জীবনবিলাস সম্পর্কে লেখক বলেন, ‘জীবনবিলাস মানুষের স্মৃতিকে জাগিয়ে তুলবে। একজন মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়। যা ভুলতে পারেন না। পরিবারের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্ত, প্রিয় মুভি, প্রিয় গান, প্রিয় নায়ক-গায়ক জীবনবিলাসে আরো অনেককিছুই প্রিয় বা অপ্রিয় থাকতে পারে। চরিত্রের মাধ্যমে তা নিখুঁতভাবে সাজানো হয়েছে। উপন্যাসে কোনো এক জায়গায় পাঠক মনে করবে এটা আমার জীবনবিলাস এর ঘটনা।’
ফরিদুল ইসলাম নির্জন এর জন্ম ১০ অক্টোবর, সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়ায়। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করেন। বর্তমানে আইসিএমএবি-তে সিএমএ কোর্সে অধ্যয়নরত। শৈশব থেকেই পড়ার প্রতি তুমুল আগ্রহ, সেই আগ্রহ থেকেই নিয়মিত লিখতে থাকেন। জাতীয় দৈনিকের পাশাপাশি দেশে-বিদেশে অনলাইনেও লিখছেন সরব। লেখালেখির হাতে খড়ি কবিতা হলেও বর্তমানে কথাসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন। বর্তমানে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্বরত আছেন। বগুড়া সমকাল সুহৃদ সমাবেশ থেকে প্রকাশিত সাহিত্য বিষয়ক কাগজ ‘সুহৃদ বন্ধন’ সম্পাদনা করেছেন।
দৈনিক সমকাল-এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১, সমকাল সুহৃদ সমাবেশ থেকে দেশের সেরা সুহৃদ একাদশ (সৃজনে) পঞ্চম স্থান, আত্মবিকাশ পাঠচক্র রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান, বাংলা একাডেমিতে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত ‘তারুণ্যে রুখবে সহিংসতা’ রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান, বাংলাদেশ নারী লেখক সোসাইটি থেকে গ্রন্থ সম্মাননা হিসেবে শুভেচ্ছা স্মারক-২০২২, বাসপ সাহিত্য পুরস্কার-২০২৩ অর্জন করেন।
প্রকাশিত হয়েছে পাঁচটি গ্রন্থ শিশু-কিশোর গল্পগ্রন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্য গল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’ ও উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’ এবং
‘আপনজন’।
বই : জীবনবিলাস (উপন্যাস)
লেখক : ফরিদুল ইসলাম নির্জন
প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ
প্রচ্ছদ : সব্যসাচী মিস্ত্রি
মুদ্রিত মূল্য : ২৫০ টাকা
জেডএস