বই মেলায় গতবারের চেয়ে বেড়েছে প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল

জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ—প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ফেব্রুয়ারি (শনিবার) শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। এবারের বই মেলায় গতবছরের তুলনায় প্রকাশনা প্রতিষ্ঠান, স্টল, প্যাভিলিয়ন, প্রতিষ্ঠান সবকিছুই বেড়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষ্যে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় আয়োজক কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, এবারের বই মেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে ৭০৮টি। যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। মোট ইউনিট ১০৮৪টি। গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৪২টি এবং ইউনিট ছিল ৯৪৬টি।
একইভাবে এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি। যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি। গত বছরও প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৭টি।
সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছতলায় করা হয়েছে। সেখানে প্রায় ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান ৭৪টি এবং ১২০টি ইউনিট দেওয়া হয়েছে। যা গত বছর প্রতিষ্ঠান ছিল ৬৮টি এবং ইউনিট ১০৯টি।
ড. সরকার আমিন জানান, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত (৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি ব্যতীত)। এছাড়া ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ড. সেলিম রেজাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এএসএস/জেডএস