মুহিব্বুল্লাহ কাফি’র শিশুতোষ সিরাতগ্রন্থ ‘খেজুরগাছের কান্না’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছ তরুণ কবি ও লেখক মুহিব্বুল্লাহ কাফির শিশুতোষ সিরাত গ্রন্থ খেজুরগাছের কান্না । বইটি রাসূল সা.-এর জীবনে মুজিজা কেন্দ্রিক ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো।
মুজেজা বলা হয়, আল্লাহ তায়ালা তাঁর হাবিব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে সব অলৌকিক, অকল্পনীয়, অভাবনীয়, কল্পনাতীত ঘটনা ঘটিয়েছেন, সেগুলোকে। লেখক বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু মুজিজা আমি শিশুকিশোরদের উপযোগী করে গল্পের আকারে মলাটবদ্ধ করেছি। তাদের উর্বর মননে নবীর ইশক বা ভালোবাসার বিচ রোপণ করে তার শেকড় দিকবিদিক ছড়িয়ে দিতেই গল্পগুলো সাজিয়েছি।
রাসূল সা. সম্পকে আল্লাহ তায়ালা বলেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। স্বয়ং আল্লাহ তায়ালা যাকে সর্বোত্তম চরিত্রের অধিকারীর সার্টিফিকেট দিয়েছেন সেই নবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাহিনি, তাঁর আচারবিধি, উদারতা, প্রেম, দানশীলতা, ন্যায়পরায়ণতা, মহানুভবতা, ক্ষমাশীলতার কিছু নিদর্শন শিশুকিশোরদের কোমল মানসপটে ঢুকিয়ে দিয়ে তাদের গোড়াপত্তন মজবুত, পরিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য, ও মার্জিত রুচিবোধ, বিচক্ষণ চিান্তাশীল হয়ে ওঠার ছোট্ট একটা প্রয়াস মাত্র ‘খেজুরগাছের কান্না’ বইটি।
লেখক বলেন, আমি সিরাত গল্পগুলো অন্য আঙ্গিকে, একটু ভিন্নতা দিয়ে লেখার চেষ্টা করেছি। আমি মূলত গল্প বলতে চেয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ গল্প। শ্রেষ্ঠ মানুষের গল্প। পূতপবিত্র, পূণ্যময় নবিদের নবি বিশ্বনবির গল্প। চেষ্টা করেছি প্রত্যেকটি গল্পের রেফারেন্স দেওয়ার। দিয়েছিও পবিত্র কুরআন, সিহাহ সিত্তাহ, আল বিদায়া ওয়ান নিহায়া, সীরাতে ইবনে হিশাম প্রভৃতি কিতাব থেকে।
বই : খেজুরগাছের কান্না (সম্পূর্ণ রঙিন)।
লেখক : মুহিব্বুল্লাহ কাফি।
ধরন : শিশুকিশোর সিরাত বিষয়ক গল্পগ্রন্থ।
প্রকাশনী : চিলেকোঠা পাবলিকেশন।
প্রচ্ছদ মূল্য : ২৫০।
প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০২৫
বইমেলার স্টল নং : ৩৪২।
