বইমেলায় মুহিব্বুল্লাহ কাফি’র ‘দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িং’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মুহিব্বুল্লাহ কাফির শিশুকিশোর গল্পগ্রন্থ ‘দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়ি’।
'দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িঙ' একটি শিশুকিশোর উপযোগী গল্পের বই। কোমলমতি শিশুদের বই, যারা গল্পে বুঁদ হয়ে থাকতে পছন্দ করে। গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা আনন্দে বিমোহিত হতে চায়। যারা গল্পের কেন্দ্রীয় ভূমিকায় নিজেকে আবিষ্কার করতে চায়।
বইটিতে নিছক গল্প বলা হয়নি। গল্পের আদলে অন্যায়-অত্যাচার, ধোঁকা-প্রবঞ্চনা, মিথ্যা, পরনিন্দা থেকে কীভাবে নিজেকে বিরত রাখার কৌশল তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে কীভাবে অন্যকে সাহায্য-সহযোগিতা, আদবকায়দা, বড়োদের সম্মান ও ছোটোদের স্নেহ করা যায়। সহসা কোনো বিপদে পড়লে বিচলিত না হয়ে, ধৈর্যচ্যুত না হয়ে কীভাবে ধৈর্যধারণ করা যায়। বড়োদের পরামর্শ নিয়ে কীভাবে কাজ করা যায়। কীভাবে প্রকৃত মানুষ হওয়া যায়, ইত্যাদি।
প্রতিটি গল্পে রয়েছে শিশুকিশোরদের জন্য বিনোদন, শিক্ষা ও শিষ্টাচারের দীক্ষা। বইটি শিশুকিশোরদের জন্য লেখা হলেও পড়তে পারবেন বড়োরাও। তারাও গল্প থেকে শিক্ষা নিতে পারবেন। আশা করি প্রতিটি গল্প পড়ে বড়োরাও উপকৃত হতে পারবেন।
বই : দুষ্টু শালিক এবং চারটি ঘাসফড়িং।
লেখক : মুহিব্বুল্লাহ কাফি।
ধরন : শিশুকিশোর গল্পগ্রন্থ।
প্রকাশনী : বাংলা সাহিত্য আন্দোলন।
প্রচ্ছদ : মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা ।
প্রচ্ছদ মূল্য : ২৫০।
প্রকাশকাল : অমর একুশে বইমেলা ২০২৫।
বইমেলার স্টল : ১০১।
