খান মুহাম্মদ রুমেলের কবিতা
জীবন
খান মুহাম্মদ রুমেল
পাব কি আরেকটা জীবন
পাতা উল্টালেই নতুন গল্প?
সুগন্ধি মৌ মৌ শৈশব, উদ্দাম।
শিমুলতলার ঝুপড়ি দোকান
দেড় টাকার সন্দেশ, এক ছটাক!
আসবে কি ফিরে, নারকেলি আইসক্রিম
ভরা বর্ষায় উপচানো জলে লালচে পুঁটি মাছ
খেলা শেষে বাড়ি ফেরা, সূর্য ডোবার তাড়া।
পাব কি আরেকটা জীবন
পাতা উল্টালেই নতুন গল্প?
ফিরে এসো সোনালি চিল
ঝিমধরা দুপুর, ঘুঘুর ডাক।।
……………………………………
এই শহর
খান মুহাম্মদ রুমেল
এই শহরটা আজ পড়ে আছে নিঃসঙ্গ-
শূন্য হাঁড়ির মতো!
চেটেপুটে খেয়ে নিলে সব
পড়ে থাকে দুয়েক দানা,
কিন্তু এই শহরটা একেবারেই ফাঁকা
ব্যর্থতার আখ্যান!
আন্দোলনের উত্তাপ নয়
ভালোবাসার জলে ভরুক শহরটা
খুব জোর বৃষ্টি হোক
ঝরুক ভালোবাসা
উপচে পড়া গোলাপি আভায়
আমি কি পাব ঠাঁই?
……………………………………
জাল স্বপ্ন
খান মুহাম্মদ রুমেল
জাল স্বপ্ন বুনতে বুনতে ছিঁড়ে গেছে স্বপ্নের ডানা।
এবার আর স্বপ্ন নয়
হোক বাস্তবতার পাথরে আঘাত
শ্রমের ঘামের স্বেদবিন্দু মুক্তো জ্বলজ্বল
বন্ধু এসো,
পথ হারানো পথিক পথেই নামি
জীবন কখনো দেয়নি জীবনের দাম।
তবুও এসো চলি…অন্তহীন…অবিরাম।।