ভালো মানুষ হওয়ার গাইডলাইন ‘মুসলিম লাইফস্টাইল’

সময় যত আগাচ্ছে জীবনযাপনে তত বৈচিত্র্য তৈরি হচ্ছে। এর সুবিধার চেয়ে অসুবিধা কিছু কম নয়। সম্পর্ক রক্ষা, টিকিয়ে রাখা ও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পিছিয়ে পড়ছে মানুষ। আচার-আচরণে হয়ে যাচ্ছে বেসামাল। একই মানুষ বাইরে একরকম, ভেতরে আরেকরকম। দ্বিচারীতা এখন সময়ের অংশ হয়ে গেছে। ফলে বাড়ছে বিচ্ছিন্নতা, ভুগছে বিষণ্নতায়।
রাসুলুল্লাহ (সা.) পরিত্রাণের পথ দেখিয়ে গেছেন সাড়ে চৌদ্দশ বছর আগেই। তার জীবনধারা আমাদের জন্য উত্তম আদর্শ। বর্তমানে তো বটেই, ভবিষ্যতের সব দিনের জন্যও তা সমান কার্যকর থাকবে। মানুষের জীবনের যতগুলো মৌলিক দিক তার সবখানেই তিনি আলো ফেলেছেন।
গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম লাইফস্টাইল বইটি সময়ের সহগামী। সময় মানুষের আচার-ব্যবহারের ক্ষেত্রে যেসব সমস্যা ও সংকট আমাদের সামনে হাজির করছে, সেগুলো অতিক্রম করে যাওয়ার উপযোগী সংকলন। মানুষের সঙ্গে নবিজি (সা.)-এর আচার-ব্যবহার ও এ সংক্রান্ত দিকনির্দেশনার বিশুদ্ধ হাদিস ও ঘটনা সামনে রেখে গল্পাকারে জীবন ও সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে এ বইয়ে।
মুহাম্মাদ (সা.)-এর আদর্শ যেহেতু চিরায়ত ও বিশাল, সময় কোনো কোনো প্রসঙ্গ অধিক এগিয়ে আনে, লেখক রায়হান রাশেদ চলমান সময়ের উপযোগী বিষয়গুলোর প্রতি তীক্ষ্ন নজর রেখে নবিজীবনী সামনে এনে গল্পের মোহন বুঁননে চমৎকার গদ্যে সমাধান খুঁজেছেন। উদাহরণ পেশ করেছেন। উত্তোরণের পথ বাতলে দিয়েছেন।
১৮টি অধ্যায়ে বইটিকে বিন্যস্ত করেছেন লেখক রায়হান রাশেদ। প্রতিটি অধ্যায় নির্দিষ্ট বিষয়ের প্রতি সুনির্দিষ্ট। অধ্যায়ে শেষে ছক আছে। ছকের একপাশে নবিজি (সা.)-এর জীবন ও আরেক পাশে আমরা কি শিক্ষা নিতে পারি, আমাদের আচরণ কেমন হওয়া দরকার; এর আলাপ আছে।
গার্ডিয়ান পাবলিকেশনসের বিক্রয়কেন্দ্র ও অনলাইনসহ বইবিক্রির অনলাইন প্ল্যাটফর্মগুলোয় পাওয়া যাচ্ছে।
বই : মুসলিম লাইফস্টাইল
লেখক : রায়হান রাশেদ
প্রকাশক : গার্ডিয়ান পাবলিকেশনস
পৃষ্ঠা : ২৮০
মুদ্রিত মূল্য : ৩২০ টাকা
এনটি
