ইসলামী বইমেলায় ওমর আলী আশরাফের ‘বুকের ভেতর ডাহুক বাজে’

ইসলামী বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক ওমর আলী আশরাফের ‘বুকের ভেতর ডাহুক বাজে’। গতকাল শুক্রবার বইটির মোড়ক উন্মোচন ও গ্রন্থ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে উপস্থিত ছিলেন লেখক ও গুণী পাঠকেরা।
বইটি সম্পর্কে লেখক ওমর আলী আশরাফ বলেন, কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। এর আগে আমি কখনো কাউকে মৃত্যুবরণ করতে দেখিনি। ব্যাপারটি আমার ভেতরকে খুব করে নাড়া দেয়। আমার জীবনে প্রচণ্ড স্থবিরতা নেমে আসে। প্রকাশকের অনুপ্রেণায় আমি বাবাকে নিয়ে লিখেছি, পৃথিবীর সব বাবাকে ধারণ করার চেষ্টা করেছি বইয়ে।
লেখক আরও বলেন, বাবার মৃত্যু আমার ভেতর যে অবস্থা তৈরি করে, তাতে আমি এই বইটি লিখতে বাধ্য হই। ‘বাবা’ আসলে কেমন, তিনি হাসলে কত সুন্দর লাগে, বাবা নামক ছায়াটি সরে গেলে মানুষ কত অসহায় হয়ে পড়ে, বাবার মৃত্যুর মাধ্যমে এটি উপলব্ধি করি আমি।
বইটির মোড়ক উন্মোচন শেষে লেখক ওমর আলী আশরাফকে ঘিরে পাঠকের ভিড় জমে। ব্যস্ততার মাঝেও তিনি একের পর এক অটোগ্রাফ দিয়েছেন।
বাংলায় বাজে গির্জার বাঁশি, রঙিন উপাসনা, মহিমান্বিত মৃত্যু, আরশের মেহমান ও বুকের ভেতর ডাহুক বাজে-সহ পাঁচটি মৌলিক বই লিখেছেন ওমর আলী আশরাফ।
বই পরিচিতি
বই : বুকের ভেতর ডাহুক বাজে
লেখক : ওমর আলী আশরাফ
প্রকাশক : মুহাম্মদ পাবলিকেশন
মূল্য : ২২০ টাকা
এনটি
