কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলনের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশের মঞ্চে শুরু হতে যাচ্ছে ৩৮তম জাতীয় কবিতা উৎসব।
রোববার (৪ জানুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান।
তিনি বলেন, আশির দশকের সামরিক স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অগ্নিগর্ভ সময় থেকেই জাতীয় কবিতা পরিষদের জন্ম। গত ১৭ মাসে জুলাই অভ্যুত্থানের আড়ালে লুকিয়ে থাকা একাত্তরের পরাজিত খুনি, ধর্ষক, অগ্নিসংযোগকারী ও অন্ধকারের অশুভ শক্তি এবং জুলাইয়ের পতিত ফ্যাসিস্টদের দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সারা দেশে তারা মব সন্ত্রাস সৃষ্টি করে এক ভয়াবহ ভীতির সংস্কৃতি চালু করেছে-এই দেশ ও জাতিকে ধ্বংসের কৃষ্ণগহ্বরে ঠেলে দিতে। দেশের ভয়াবহ এই ক্লান্তিলগ্নে জাতীয় কবিতা উৎসব আগামী ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারগতার কারণে বাধ্য হয়েই আমরা এবছর জাতীয় কবিতা উৎসব আয়োজন করছি কেন্দ্রীয় শহীদ মিনারে। দুই দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করবেন বীর জুলাইযোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মোহন রায়হান বলেন, উৎসবের দুদিনেই চলবে সেমিনার, কবিতাপাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ। জাতীয় কবিতা উৎসব ২০২৬ উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সুইমিংপুল চত্বরে জাতীয় কবিতা উৎসবের দপ্তর স্থাপন করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। নিবন্ধন ফি ২০০ টাকা। দেশি-বিদেশি কবিদের কবিতা উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে নিবন্ধন করার জন্য এই দপ্তরটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ও দুটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।
এই লিংকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে- https://npcbd.com/utsob26 অথবা https://jatiyokobitaparishad.com/utsob26
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সাধারন সম্পাদক রেজাউল স্টালিন, প্রধান সমন্বয় মানব সুরত, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী, শ্যামল জাকারিয়া, শাহীন চৌধুরীসহ প্রমুখ।
এমএইচএন/জেডএস