ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা শুরু

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২২, ১২:৪১ পিএম


ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভা শুরু

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভা-২০২২ শুরু হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বেলা ১১টা ৫০ মিনিটে সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্য রাখার কথা আছে। 

Dhaka Post

দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে ডিইউজের সদস্য সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় একে অপরের সঙ্গে কুশল বিনিময়ও করতে দেখা গেছে।

সদস্যরা মিলনায়তনের সামনে থাকা অভ্যর্থনা টেবিলে রেজিস্ট্রেশন করে সম্মেলন স্থলে প্রবেশ করছেন। 

Dhaka Post

সম্মেলনে উপস্থিত আছেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম প্রমুখ। 

এমএইচএন/এইচকে

Link copied