সাংবাদিক আবুল বাশার আর নেই
দৈনিক আমাদের নতুন সময়ের চিফ রিপোর্টার আবুল বাশার নুরু আর নেই। শুক্রবার (১৮ মার্চ) অসুস্থ অবস্থায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে দৈনিক ইনকিলাবের সাংবাদিক ইয়াসিন রানা ঢাকা পোস্টকে বলেন, আবুল বাশার নুরুর আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। আজ সকালের দিকে উনার শ্বাসকষ্ট বেড়ে যায়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার আটিপাড়ায় সাংবাদিক আবুল বাশার নুরুর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বেলা সাড়ে ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার মরদেহ আনা হবে। সেখানে জানাজা শেষে বাদ আসর জাতীয় প্রেস ক্লাবে মরদেহ নেওয়া হবে। জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে নেওয়া হবে। গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাংবাদিক নুরুর মরদেহ দাফন করা হবে।
আবুল বাশার নুরু আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী বিটের সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
এএইচআর/এসকেডি