এত বড় আয়োজন দেখে ভালো লেগেছে
দেশের চলচ্চিত্র, নাটকসহ সব কলাকুশলীদের বড় করে দেখানোর প্রত্যাশা করেছেন উপস্থাপক খন্দকার ইসমাইল। তিনি বলেছেন, আজ ঢাকা পোস্টের পথচলা শুরু হলো। এখানে এসে আমি চমৎকৃত। অনলাইন পত্রিকার এত বড় আয়োজন দেখে ভালো লেগেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বেলা ১১টা ৪০ মিনিটে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। খন্দকার ইসমাইল বলেন, দেশি-বিদেশি খবরের পাশাপাশি তাজা খবর সবসময় পাওয়া যায় অনলাইনে। তথ্যপ্রযুক্তির কল্যাণে আজকের সংবাদ আগামীকাল দেখার অপেক্ষার বিষয়টি এখন উঠে গেছে। সেক্ষেত্রে তরতাজা খবর আমরা আশা করি। ঢাকা পোস্টের প্রস্তুতি দেখে মনে হচ্ছে খুব ভালো করবে এরা।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমগুলোতে পার্শ্ববর্তী দেশ বা বাইরের দেশের মিডিয়ার খবর বেশি প্রচারিত হতে দেখি। আমাদের দেশের মিডিয়া জগতকে কীভাবে আরও তুলে ধরা যায় সেটা নিয়ে কাজ করবে ঢাকা পোস্ট, এমন প্রত্যাশা রইল। বাইরের দেশের মতো আমাদের শিল্পী, চলচ্চিত্র, নাটকে যারা আছেন তাদের লাইফ স্টাইল ও ইন্টারভিউ ছাপবে। আমাদের যে শক্তি আছে সেটা দিয়ে আমাদের মিডিয়াকে বড় করে দেখাতে হবে। আমাদের দেশ থেকে অন্য দেশে ভালো করতে পারে, তবে আমাদের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
‘আমার দেশে যা কিছু ভালো, তা ভালো করে তুলে ধরবে ঢাকা পোস্ট’— এটাই প্রত্যাশা করব।
এমএইচএন/ওএফ