ঢাকা পোস্টের শুভযাত্রায় সঙ্গী হলেন তথ্যমন্ত্রী
‘ঢাকাপোস্ট.কম’-এর শুভযাত্রায় সঙ্গী হলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। নতুন এই অনলাইন গণমাধ্যমের আত্মপ্রকাশ উপলক্ষে দেওয়া বাণীতে তথ্যমন্ত্রী কিছু প্রত্যাশার কথাও জানান।
অনলাইন সংবাদপত্র ‘ঢাকাপোস্ট.কম’-এর শুভযাত্রা উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, আমি অনলাইনটির প্রকাশক, সম্পাদক ও পাঠকসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
তিনি বলেন, এদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর ও ‘ডিজিটাল বাংলাদেশ’-এর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার তথ্য ও যােগাযােগ প্রযুক্তির উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীন বিকাশে বিশ্বাসী।
গণমাধ্যম সমাজের দর্পণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। মুক্তবুদ্ধি চর্চার মাধ্যমে গণমাধ্যম একটি অগ্রসরমান জাতি গঠনে নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। জঙ্গিবাদ, অপসংস্কৃতি, মূল্যবােধের অবক্ষয়, ধর্মান্ধতা, মাদক, দুর্নীতি ও সন্ত্রাসরােধে বিশেষ করে গণমাধ্যম বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে একটি নিষ্কলুষ সমাজ গঠনে অগ্রপথিকের ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস।
‘ঢাকাপোস্ট.কম’-এর আত্মপ্রকাশ উপলক্ষে ভাল কিছুর প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অনলাইন পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি জাতি গঠনে অবদান রাখবে।
তিনি নতুন অনলাইন গণমাধ্যমের সাফল্য কামনা করে বলেন, আমি এই সংবাদ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা।
ভাষার মাসে উদ্বোধন, তাই ঢাকা পোস্ট পরিবার ভাষা শহীদদের অতল শ্রদ্ধায় স্মরণ করে। অগণিত পাঠক, দর্শক-শ্রোতাকে সঙ্গে নিয়ে ঢাকা পোস্ট পরিবার আগেই প্রস্তুতি নেয় যাত্রা শুরুর। দেশের ৬৪ জেলায়, বিভিন্ন উপজেলায় সকাল থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। ‘সত্যের সাথে সন্ধি’- স্লোগান সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল ‘ঢাকাপোস্ট.কম’।
পিএসডি/ওএফ