পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অন্যরকম ঢাকা পোস্ট কার্যালয়
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা পোস্টের প্রধান কার্যালয় নতুন মাত্রা পায়। পররাষ্ট্রমন্ত্রী গল্পের মতো করে যে বক্তব্য দেন তার সারাংশ এই যে, বাংলাদেশের গণমাধ্যম দেশের নেতিবাচক খবরগুলো বেশি করে সম্প্রচার করে। তাতে খণ্ডিত অংশ প্রকাশ পায়। কিন্তু বিদেশে গণমাধ্যমগুলো তা করে না। তিনি ঢাকা পোস্টের যাত্রা শুরুর দিনে সরকারের উন্নয়নসহ দেশ যে এগিয়ে গেছে তা তুলে ধরার আহ্বান জানান।
তিনি তারুণ্যদীপ্ত ঢাকা পোস্ট পরিবারের সবার সমন্বয়ে একটি নতুন প্লাটফর্ম গণমাধ্যম জগতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করেন। পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ, দেশের অন্যতম স্তম্ভ। বিদেশিরা এখনও বাংলাদেশ নিয়ে তলাবিহীন যে ধারণা পোষণ করে তা ভেঙে দিতে হবে। মিডিয়াকে এগুলো তুলে ধরতে হবে। এ ব্যাপারে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আমরা চাই মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তীতে দেশে-বিদেশে বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরবেন।’
‘বিদেশিরা এখনও বাংলাদেশ নিয়ে খারাপ ধারণা পোষণ করে’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশ বলতে এখনও তলাবিহীন ঝুড়ি বোঝে। ইন্টারনেটে সার্চ করলে দেখা যায় যে লাঙল নিয়ে খালি গায়ে একজন হেঁটে যাচ্ছেন। সেখানে আমাদের শ্রমিকদের ছবিতে দেখা যায় যে সন্তান কোলে নিয়ে নারী ইট ভাঙছেন।
বিদেশিরা অনেক সময় আমাদের দেশের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলে। কিন্তু দেখা যায়, আমাদের চেয়ে তাদের দেশে এসব হত্যা বেশি হয়। তারা আমাদের জ্ঞান দেয়। আমাদের গণমাধ্যমকে এই ধরনের নেতিবাচক সংবাদ এড়িয়ে যেতে হবে।
আজ সারাদিন খুশির সংবাদ পেয়েছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমার ভালো দিন। ভালো ভালো খবর পাচ্ছি। অনেক দিন চেষ্টার পর ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন হচ্ছে। আজ প্রধানমন্ত্রী সেটার অনুমোদন দিয়েছেন। এটা খুব বড় অর্জন। আরোও একটি ভালো খবর হচ্ছে, নতুন অনলাইন মিডিয়া চালু হচ্ছে।’
বর্তমান সরকার নতুন গণমাধ্যম উৎসাহিত করে জানিয়ে মোমেন বলেন, ‘সংবাদমাধ্যমকে আমরা সবসময় উৎসাহিত করি। আমার মনে হয়, বিভিন্ন দেশের তুলনায় সবচেয়ে বেশি সংবাদমাধ্যম বাংলাদেশে। খুব কম দেশে এতগুলো গণমাধ্যম আছে। ঢাকা শহরে অনেকগুলা দৈনিক আছে, অনলাইন নিউজ পোর্টাল আছে। এটা শুভ সংবাদ।’
দেশের গণমাধ্যমের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মিডিয়ার চিন্তা করতে হবে তারা দেশকে কিভাবে উপস্থাপন করবে। দেশের যে উন্নয়ন হয়েছে সেটা তুলে ধরতে হবে। এতে করে বিদেশিদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে যে খারাপ ধারণা সেটা থাকবে না। বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ অঞ্চল। আমরা চাই বাংলাদেশের সঠিক অবস্থা গণমাধ্যম তুলে ধরবে।’
২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার গড়ার ক্ষেত্রেও গণমাধ্যমকে দায়িত্ব পালন করার আহ্বান জানান মোমেন।
এদিন (১৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় ঢাকা পোস্টের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক-দর্শক-শ্রোতা।
ভাষার মাসে উদ্বোধন, তাই ঢাকা পোস্ট পরিবার ভাষা শহীদদের অতল শ্রদ্ধায় স্মরণ করে। অগণিত পাঠক, দর্শক-শ্রোতাকে সঙ্গে নিয়ে ঢাকা পোস্ট পরিবার আগেই প্রস্তুতি নেয় যাত্রা শুরুর। দেশের ৬৪ জেলায়, বিভিন্ন উপজেলায় সকাল থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা। ‘সত্যের সাথে সন্ধি’- স্লোগান সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল ‘ঢাকাপোস্ট.কম’।
যাত্রার শুরুতে ঢাকা পোস্টকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
এনআই/ওএফ