গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দেশ রূপান্তর সম্পাদক
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বিআরবি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যার পর অনেকটা গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পরপর দায়িত্বরত চিকিৎসক যারা রয়েছেন, সিনিয়র রেজিস্ট্রার যারা আছেন তারা দেখেছেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছেন। একইসঙ্গে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে, এরমধ্যে ইসিজি রিপোর্ট ভালো এসেছে। বাকি রিপোর্টগুলো এলেই তার বিষয়ে বিস্তারিত বলা যাবে।
তিনি বলেন, দেশ রূপান্তর সম্পাদককে বিআরবি হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
এবিষয়ে দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক মোস্তফা মামুন ঢাকা পোস্টকে বলেন, অফিস চলাকালীন হঠাৎ করেই তিনি স্ট্রোক করেছেন। শুনেছি এর আগেও তিনি একবার স্ট্রোক করেছিলেন। হাসপাতালে ভর্তির পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিছু পরীক্ষাও দেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা আসছে, দেখছে। অমিত হাবিব ভাইয়ের সেন্স আছে, তবে কথাবার্তা বলতে পারছে না।
তিনি আরও বলেন, চিকিৎসক আসলে এ মুহূর্তে বেশি কিছু বলতে পারছে না। তারা বলেছে, রোগীদের এমন কন্ডিশনে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে যেতে হয়। এই মুহূর্তে তার অপারেশন করার মত অবস্থা নেই। ৭২ ঘণ্টা পর বলা যাবে অপারেশন লাগবে কি না। এর আগ পর্যন্ত এভাবে সাপোর্টিভ ট্রিটমেন্টই চলবে।
১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে একই সঙ্গে রিপোর্টার ও সাব-এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন অমিত হাবিব। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন তিনি। পরে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর হয়ে যোগ দেন। এর পরের বছর একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন তিনি।
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান এই সাংবাদিক। তবে পত্রিকাটি বাজারে আসে ২০০৬ সালে। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে পেইচিংয়ে কর্মরত থাকা অমিত হাবিব দেশীয় সাংবাদিকতার সঙ্গে দূরত্বের কথা বিবেচনায় তা ছেড়ে দেশে ফিরে আসেন। পরের বছর দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের পদ ছেড়ে ২০০৯ সালে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। পরে ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন অমিত হাবিব। সবশেষ ২০১৭ সালে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক হিসেবে যোগ দেন অমিত হাবিব।
টিআই/এসএম