অমিত হাবিবের মৃত্যুতে বিএইচআরএফ’র শোক
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
শুক্রবার (২৯ জুলাই) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাওছিয়া তাজমিম স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএইচআরএফ সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
গত বৃহস্পতিবার (২১ জুলাই) দৈনিক দেশ রূপান্তর পত্রিকার বার্তাকক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয় অমিত হাবিবকে।
টিআই/এমএইচএস