ডুজার সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন ঢাকা পোস্টের আমজাদ

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাবি

২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২১ পিএম


ডুজার সেরা রিপোর্টারের পুরস্কার পেলেন ঢাকা পোস্টের আমজাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) আগস্ট মাসের সেরা রিপোর্টার-২০২২ (যৌথভাবে) নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিবেদক আমজাদ হোসেন হৃদয়।

পুরস্কার পাওয়া অন্য রিপোর্টার হলেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির ৩৮তম বছরে পদার্পণ উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ.এস.এম মাকসুদ কামাল।

আমজাদ হোসেন হৃদয় ২০২১ সাল থেকে ঢাকা পোস্টের ঢাবি প্রতিবেদক হিসেবে কাজ করছেন। গত ২২ আগস্ট ‘খরচ বাঁচাতে খাওয়া কমিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা’ শিরোনামে ঢাকা পোস্টে প্রকাশিত প্রতিবেদনটি সেরা প্রতিবেদনে স্থান পায়। এই প্রতিবেদনের জন্যই আমজাদ হোসেন হৃদয় আগস্ট মাসের সেরা রিপোর্টারের পুরস্কার পান।

ডুজার সভাপতি মামুন তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আব্দুর রহিম, সিনেট সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়াসসহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যসহ ডুজার বর্তমান ও সাবেক নেতারা।

এইচআর/ওএফ

Link copied