বিজ্ঞাপনের পাওনা পরিশোধে তাগিদের আশ্বাস তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী
সংবাদপত্রে বিজ্ঞাপনের বকেয়া পাওনা পরিশাধে সরকারি সংস্থাগুলোকে তাগিদ দেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সঙ্গে আলোচনায় এ আশ্বাস দেন তথ্যমন্ত্রী। সভায় করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নোয়াব নেতারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের বকেয়া পাওনা পরিশোধে তথ্যমন্ত্রীর পরামর্শ প্রত্যাশা করেন।
তথ্যমন্ত্রী জানান, ইত্যেমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে আরেকবার তাগিদ দেওয়া হবে।
সভায় সংবাদপত্র শিল্প টেকসই রাখতে নানা দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্য মাহফুজ আনাম, নঈম নিজাম, দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর/এসআরএস