ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৮ পিএম


ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা

ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যৌথ বিবৃতিতে ঢাকা পোস্ট পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে ডিআরইউ জানায়, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ৩য় বর্ষে পদার্পণ করেছে। ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটিতে কর্মরত ডিআরইউ সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

নেতৃবৃন্দ বলেন, ঢাকা পোস্ট মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে তারা আশা ব্যক্ত করেন।

আরএম/এসএসএইচ/

Link copied