ঢাকা পোস্ট সবার নজর কেড়েছে : স্থানীয় সরকার মন্ত্রী
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা পোস্ট জন্মলগ্ন থেকেই একটি ব্যতিক্রমী ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে, এটি আমাদের সবার নজর কেড়েছে। আমি মনে করি, শুধু আমার নয়, পুরো জাতির নজরকাড়া একটি গণমাধ্যম হিসেবে তারা গোড়াপত্তন করেছে।
ঢাকা পোস্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এসে এমন মন্তব্য করেন মন্ত্রী। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারায় ঢাকা পোস্ট কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান তিনি।
মন্ত্রী বলেন, সত্য খবর প্রকাশ করা, লেখনির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা এবং সত্য তথ্য যাতে প্রতিষ্ঠিত হয় সেভাবে কাজ করা উচিত। দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য যে সমস্ত কর্মসূচিগুলো রাষ্ট্র, আমাদের সিভিল সোসাইটি থেকে নেওয়া হয়, সেগুলো সঠিকভাবে উপস্থাপন করা উচিৎ।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি এই সংবাদ মাধ্যম তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তারা খবর প্রকাশের মধ্য দিয়ে দেশের উন্নয়নে এবং গণতন্ত্র বিকাশে অবদান রাখবে, এটাই প্রত্যাশা করি।
এর আগে সকালে কেক কাটার মধ্যদিয়ে ঢাকা পোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিভিন্ন সংগঠন, দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয় ঢাকা পোস্ট। গণমাধ্যম হিসেবে ঢাকা পোস্ট অল্প সময়ে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে বলে উল্লেখ করেন আগত অতিথিরা।
ঢাকার পাশাপাশি দেশের সব জেলা ও বিভাগীয় শহরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ঢাকা পোস্টের তৃতীয় বছরে পদার্পণ উদযাপন করা হয়।
এসএইচআর/এসএম