যুক্তরাষ্ট্রে গুলিতে সাংবাদিক নিহত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যান্ডোতে একটি অনুষ্ঠানের শুটিং করার সময় গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন ক্যামেরাপারসন।
ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে একটি অনুষ্ঠানের শুটিং করছিলেন সাংবাদিক এবং তার টিম। স্থানীয় সময় বুধবার সকালে শুটিং চলাকালীনই সেখানে বন্দুকধারী হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন সাংবাদিক এবং তার ক্যামেরাপারসন।
এ ঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বয়স ১৯ বছর। পুলিশ বলছে, এরআগে ২০ বছরের এক তরুণীকেও হত্যা করেছে এই যুবক।
তবে কেন সে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
এছাড়া তার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
নিহত সাংবাদিক স্পেক্ট্রাম নিউজ ১৩-তে কাজ করতেন বলে জানা যাচ্ছে।
এনএফ