স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ‘ফটো ওয়াক’

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেআরএন ভিজুয়ালসের আয়োজনে ‘ফটো ওয়াক’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’-এর আয়োজনে ‘ফটো ওয়াক’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রায় ১৬ জন সদস্যের অংশগ্রহণে এ ফটোওয়াক আয়োজন করা হয়। তারা সবাই সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে অমর একুশে বইমেলার শেখ রাসেল শিশু চত্বরে ছবি তোলা হয়।

এসময় বিভাগের সাবেক শিক্ষার্থী ইয়ামিন মজুমদার উপস্থিত থেকে শিক্ষার্থীদের ছবি তুলতে সহায়তা করার পাশাপাশি ফটোগ্রাফির বিভিন্ন কারিগরি দিক তাদের সামনে তুলে ধরেন। তার নির্দেশনায় ছুটির দিনে বইমেলার শিশু চত্বরে ছবি এবং ভিডিও ধারণ করা হয়।

এফকে

Link copied