বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিইউজের শ্রদ্ধা নিবেদন
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, নির্বাহী সদস্য সফিকুল করিম সাবু, ডিইউজে সদস্য ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, বিএফউজের নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজে সদস্য মুজিব হুমায়ুন, সফিকুল ইসলাম, এস এম বাবুল হোসেন প্রমুখ।
/এমএইচএন/এমএ