সাংবাদিক সাখাওয়াত সুমনের পিতা আর নেই
দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার, ঢাকা রিপোটার্স ইউনিটির(ডিআরইউ) অর্থ সম্পাদক এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য সাখাওয়াত হোসেন সুমনের পিতা আলী আজম (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিজ গ্রামে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সুমনের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ডিআরইউ, ইআরএফ ও সিএমজেএফ।
এ ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের(ইআরএফ) পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং পরিবারে সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি মোহম্মদ রেফায়েত উ্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কশেম।
সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সাবেক এ সরকারি কর্মকর্তা কয়েক বছর ধরে নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন।
এমআই/এমজে