সাংবাদিক লাবলুর বিরুদ্ধে মামলায় বিএসআরএফের প্রতিবাদ

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৩, ১২:৩৫ পিএম


সাংবাদিক লাবলুর বিরুদ্ধে মামলায় বিএসআরএফের প্রতিবাদ

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কার্যনির্বাহী কমিটির পক্ষে এ প্রতিবাদ জানান বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বিবৃতিতে বিএসআরএফ নেতারা বলেছেন, সংবাদ প্রকাশের জেরে মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর যে মামলা করেছেন তা সাংবাদিকতার পরিপন্থি। তাই অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, হেলাল আকবর বাবর কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক। তার বিরুদ্ধে সাংবাদিক মাহবুব সম্প্রতি ‌‘দুবাই ফেরত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাবর বাহিনীর দাপট, শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন লেখেন। প্রতিবেদনটি তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করেন। প্রতিবেদনে হেলাল আকবরকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের গডফাদার বলে উল্লেখ করা হয়। মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন লিখে ভুক্তভোগীর মানহানি করায় আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।

এসএইচআর/এমজে

Link copied