সংবাদপত্রে ঈদের ছুটি ২১-২৩ এপ্রিল
সংবাদপত্রের জন্য ঈদের ছুটি ঘোষণা করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
মঙ্গলবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
এতে বলা হয়েছে, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবাদপত্রে ঈদের ছুটি থাকবে ২১, ২২ ও ২৩ এপ্রিল।
এ কারণে ২২, ২৩ ও ২৪ এপ্রিল কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে যদি ২৩ এপ্রিল ঈদ উদযাপিত হয় তাহলে ছুটি ২৪ এপ্রিল পর্যন্ত বাড়বে।
সেক্ষেত্রে ২২, ২৩, ২৪ ও ২৫ এপ্রিল কোনো পত্রিকা প্রকাশিত হবে না।
এনএম/এনএফ