পাল্টে গেল অল ইন্ডিয়া রেডিওর নাম
পাল্টে গেল অল ইন্ডিয়া রেডিওর নাম। অল ইন্ডিয়া রেডিও নাম পাল্টে ‘আকাশবাণী’ করল ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন থেকে প্রসার ভারতীর সমস্ত রেডিও স্টেশনের নাম হিসেবে ব্যবহার হবে আকাশবাণী।
দেশটির কেন্দ্রীয় সরকার বলছে, অল ইন্ডিয়া রেডিও ইংরেজদের দেওয়া নাম। ফলে সেই নাম বাদ দিয়ে আকাশবাণী করা হলো। ১৯৩৯ সালে এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তার বক্তব্য, এটি দীর্ঘদিনের একটি সিদ্ধান্ত। আমাদের শ্রোতারা আকাশবাণী শব্দের সঙ্গেই বেশি একাত্মবোধ করেন। সেই জন্যই ইংরেজ আমলের পুরোনো এই নাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ মে এই বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, এবার থেকে অল ইন্ডিয়া রেডিওর সমস্ত অনুষ্ঠান, অন্যান্য দপ্তর পরিচিত হবে আকাশবাণীর সঙ্গেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অল ইন্ডিয়া নাম বদলে দিয়ে আকাশবাণী করা হয়েছে। প্রসার ভারতী আইন ১৯৯০ অনুযায়ী, সমস্ত অনুষ্ঠানের নাম ও অন্যান্য বিষয় পরিচালিত হয়।
বুধবার (৩ মে) সকালে প্রসার ভারতীর রেডিও স্টেশন অল ইন্ডিয়া রেডিও বলা হলেও, বিকেল থেকে তা পাল্টে আকাশবাণী হয়ে যায়।
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও প্রসার ভারতীওর সাবেক সিইও জহর সরকার বলেছেন, ঔপনিবেশিক আমলের প্রথা পরিবর্তন করতে চাইলে প্রথমে বিবিধ ভারতীর বাজেট প্রধানের পদ পরিবর্তন করা দরকার।’
কেএ