চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক আজাদ তালুকদার আর নেই
চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২ আগস্ট) ভোর রাত পৌনে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজাদ তালুকদারের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার ছিলেন এক নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
আজাদ তালুকদারের প্রথম জানাজা নগরের ওয়াসার মোড় জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এর পর চট্টগ্রাম প্রেস ক্লাবে দ্বিতীয় এবং নিজ বাড়ি রাঙ্গুনিয়ার পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তৃতীয় এবং শেষ জানাজা অনুষ্ঠিত হবে।
এমআর/এমএ