বিএনপির সময় টিভি ও ৭১ টিভি বর্জনে অ্যাটকোর উদ্বেগ
সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ৭১ টিভিকে বয়কটের ঘোষণা দেওয়ার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।
মঙ্গলবার (২২ আগস্ট) অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এর প্রতিবাদ ও উদ্বেগ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টিভি এবং ৭১ টিভিকে বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাটকো মনে করে যে, এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে অ্যাটকো রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে।
কেএ