খোলা কাগজের সাংবাদিক প্রীতম মারা গেছেন
দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক প্রীতম সাহা সুদীপ মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রীতমের জন্ম ১৯৮৮ সালের ১৫ অক্টোবরে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা, মা এবং ছোট দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে প্রীতম সাহার মৃত্যুর বিষয়ে তার বন্ধু কাজী ইহসান বিন দিদার জানান, প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে প্রীতম হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রীতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এদিকে, অপরাধ বিষয়ক সাংবাদিক প্রীতমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রীতম দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার এই প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রীতমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি যেন স্বর্গবাসী হন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি।
এমএসি/কেএ