বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের সহধর্মিনী আর নেই
বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদারের সহধর্মিনী হাসিনা সরদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জার্নালের নিজস্ব প্রতিবেদক আসিফ কাজল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই তিনি কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শেষে তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।
এমএইচএন/ওএফ