ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক সিরাজুল
অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের’ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান খান। অন্যদিকে নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহীন আবদুল বারী, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিপন দেওয়ান, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম মানিক, কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন আলম।
কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৩ জন। তার মধ্যে প্রথম হয়েছেন আলী আজম, দ্বিতীয় হয়েছেন মো. আবু দাউদ খান ও তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।
এমএসি/এমএ