উত্তরের কৃষকদের কাঁচা পণ্য সংরক্ষণে তৈরি হবে হিমাগার
উত্তরের কৃষকদের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আর সে লক্ষ্যে গত কয়েক বছর কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যে কৃষকদের জন্য গাইবান্ধার একটি আসনের ২১টি ইউনিয়নে কৃষক ছাউনি করে দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে কাঁচা পণ্য সংরক্ষণের জন্য একটি হিমাগার করার প্রকল্প বাস্তবায়ন করা হবে। যাতে করে কৃষকের পচনশীল পণ্য সংরক্ষণ করা যায়।
বুধবার (১৭ জানুয়ারি) রাতে শেরে বাংলা নগরের সরকারি বাসভবনে রংপুর বিভাগ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উম্মে কুলসুম বলেন, কৃষকরা সারাদিন মাঠে কাজ করে। কিন্তু বসে একটু দুপুরের খাবার খাবেন কিংবা বিশ্রাম নেবেন সেই জায়গাটুকু তারা পান না। তাদের কথা মাথায় রেখে কৃষক যাত্রী ছাউনি করে দিয়েছি। প্রাথমিকভাবে ২১টি যাত্রী ছাউনি করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামীতে ছাত্রী ছাউনির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া উত্তরের জেলা গাইবান্ধাসহ আশপাশের জেলাগুলোর কৃষকদের আর কোনো পণ্য যাতে না নষ্ট হয় এজন্য বড় একটি বিশেষায়িত হিমাগার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর বাইরে পলাশবাড়ীতে একটি হর্টিকালচার সেন্টার তৈরি করা হবে। এই হর্টিকালচার সেন্টারে যে-সব ফলের চারা তৈরি করা হবে সেগুলো লাগালে কৃষকরা সারা বছরব্যাপী ফল পাবেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আরডিজেএর নেতৃবৃন্দের মধ্যে সভাপতি মর্তুজা হায়দার লিটন, সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন, সাবেক সভাপতি ও কার্যনির্বাহী সদস্য মোকসুদার রহমান মাকছুদ, সহ-সভাপতি সাইফুল ইসলাম চয়ন, যুগ্ম-সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক ও সৈয়দ আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম পাপেল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, নারীবিষয়ক সম্পাদক গোলেনুর খাতুন রুপা, দপ্তর সম্পাদক মোস্তফা ইমরুল কায়েস, সাংস্কৃতিক সম্পাদক জাহিূ কাজী, ক্রীড়া সম্পাদক আসমাউল মুত্তাকিন, কার্যনির্বাহী সদস্য এ কে শামসুজ্জোহা এবং কাদের বাবু।
এএএ