সংবাদপত্রে ছুটি ৯-১৪ এপ্রিল : নোয়াব
এবার পবিত্র ঈদুল ফিতরে ছয় দিন ছুটি পেয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (৬ এপ্রিল) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এবার ঈদে সরকারি ছুটি ১০-১২ এপ্রিল তিন দিন। রোজা ৩০টি পূর্ণ হলে চার দিন ছুটি থাকবে। ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণা করেছে নোয়াব। আর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় সরকার নির্ধারিত ছুটি রয়েছে। সবমিলিয়ে টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।
আরও পড়ুন
সূত্র জানায়, ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার বিষয়ে নোয়াবের সংখ্যাগরিষ্ঠ সদস্য নীতিগতভাবে সম্মত হয়েছেন। তাছাড়া এ দিন পত্রিকা প্রকাশ হলেও সংবাদপত্র বিপণন সংস্থা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমিতি তা বিপণনে অপারগতা জানিয়েছে।
এসএসএইচ