সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এলআরএফের নিন্দা
কোটা বিরোধী আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর শাহবাগে হামলার হয়েছেন সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে চার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
বৃহস্পতিবার রাতে এলআরএফের সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এলআরএফ নেতারা।
হামলার শিকার সাংবাদিকরা হলেন, সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ রিপোর্টার ত্বোহা খান তামিম, সিনিয়র ভিডিও জার্নালিস্ট সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন।
এমএইচডি/এসকেডি