ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে যোগ দিলেন আফসান চৌধুরী
ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিয়েছেন প্রবীণ সাংবাদিক, লেখক ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিদ আফসান চৌধুরী।
এ বিষয়ে ইউএনবি এবং ঢাকা কুরিয়ারের চিফ এডিটর এনায়েতউল্লাহ খান বলেন, আফসান চৌধুরী পুনরায় এডিটর এট লার্জ হিসেবে যোগ দেওয়ায় আমরা অত্যন্ত সম্মানিত। সাংবাদিকতা ও ইতিহাস নিয়ে তার জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের গণমাধ্যমের ভবিষ্যতের জন্য বিশাল উপকারে আসবে।
তিনি বলেন, আফসান চৌধুরীর যোগদান ডিজিটাল মিডিয়ার জন্য প্রেরণা হিসেবে কাজ করবে। বস্তুনিষ্ঠ এবং প্রাসঙ্গিক তথ্য দেওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ সামাজিক মাধ্যম কৌশলী।
ইউএনবির প্রায় দুই কোটি দর্শক, শ্রোতা এবং পাঠক রয়েছেন। বিশ্বের ৪০টিরও বেশি দেশের সঙ্গে সংবাদ বিনিময় চুক্তি করেছে বাংলাদেশের এ বার্তা সংস্থা। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ায় বেসরকারিখাতে আত্মপ্রকাশ করা প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা।
আরএইচ