সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এফইআরবির নিন্দা
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) সিনিয়র সদস্য মোহনা টিভির হেড অব নিউজ বোরহানুল হক সম্রাটের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মো. শামীম জাহাঙ্গীর ও নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ।
শনিবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিতে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে। আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজয়ী শিক্ষার্থীদের জানাচ্ছি অভিনন্দন। তাদের হাত ধরে বাংলাদেশের আপামর জনসাধারণ নতুন করে বাঁচার দিশা খুঁজে পেয়েছেন। কিছু দুষ্কৃতকারী নতুন প্রজন্মের বীরদের বিজয়কে কলুষিত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই বলে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছেন সমন্বয়করা। এফইআরবিও মনে করে, সাধারণ ছাত্ররা এর সঙ্গে জড়িত থাকতে পারে না। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ওএফএ/এসকেডি