সাংবাদিক কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন সাংবাদিক আলাউদ্দিন
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১১ সদস্যের ট্রাস্টি বোর্ডে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আরিফ।
রোববার (৬ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশ সেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বর্তমানে দৈনিক কালবেলা পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠ, দৈনিক আমার দেশ, দৈনিক যুগান্তর, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
আরও পড়ুন
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের কৃতি সন্তান আলাউদ্দিন মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী বড় ছেলে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ৬ ধারা অনুযায়ী তিন বছর মেয়াদে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হলো।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/উপদেষ্টা, ভাইস-চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সদস্যরা হলেন– তথ্য অধিদপ্তরের প্রধান তথা অফিসার, প্রধানমন্ত্রীর/প্রধান উপদেষ্টার কার্যালয় মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ বিভাগ মনোনীত ওই বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি খায়রুল বাশার, বিএফইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহীন হাসনাত, দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. আলাউদ্দিন, যমুনা টিভির অ্যাসিস্ট্যান্ট এডিটর মীর মুশফিক আহসান, এখন টিভির স্টাফ রিপোর্টার সাজিদ আরাফাত, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, ট্রাস্টি বোর্ড বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর বিধান মতে ট্রাস্টের দায়িত্ব পালন কররে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জেইউ/এসএসএইচ