আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘এসটিভি বায়ান্ন’

গণতন্ত্র, গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন টেলিভিশন চ্যানেল ‘এসটিভি বায়ান্ন লিমিটেড’।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, উত্তরা ইউনিভার্সিটির সহকারী পরিচালক নুরুজ্জামান হোসেন ফারাবী, এবং এসটিভি বায়ান্ন’র ব্যবস্থাপনা পরিচালক তাইজুল ইসলাম সাগর।
ভার্চুয়ালি সভাপতির দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহিদুল ইসলাম খোকন।
এ সময় আলোচনায় অংশ নেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মিলন মল্লিক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. ফারুক হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসটিভি বায়ান্ন’র বিশেষ প্রতিনিধি নজরুল ইসলাম সাঁচি।
আলোচনা সভা শেষে কেক কেটে চ্যানেলটির শুভ উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়। নতুন এই টিভি চ্যানেল গণতন্ত্র, স্বচ্ছতা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এমএইচএন/এমএন